আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :২৭ সেপ্টেম্বর-২০২২,মঙ্গলবার।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগনের মাঝে ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদের আয়োজনে বেলা ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদের হল রুমে বীরমুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযুদ্ধার পরিবার, প্রয়াত মুক্তিযুদ্ধা পরিবারের মাঝে ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়। ৫৪ জন জীবিত বীরমুক্তিযোদ্ধা ও ৪৮ জন প্রয়াত মুক্তিযুদ্ধার পরিবার ডিজিটাল সাটিফিকেট ও স্মার্ট আইডি কার্ড গ্রহন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী ১ আসনের সংসদ সদস আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি মো মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইসচেয়ারম্যান নার্গিস পারভীন আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ মুক্তিযুদ্ধা কামন্ডার আ. সামাদ মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো গুলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.রহমান মন্ডল, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ।