Logo
ব্রেকিং :
মলদ্বারে রেখে হেরোইন পাচারকালে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা  নীলফামারী-৪ আসনে আ’লীগের ৩, জাপার ২ নেতা সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল  মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল নেত্রকোনায় মহিলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বিতর্ক নেত্রকোনায় পৃথক মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড নেত্রকোনা-৩ আসনে সতন্ত্র প্রার্থী আব্দুল মতিনের মনোনয়ন দাখিল নাগরপুরে মনোনয়ন পত্র জমা দিলেন আহসানুল ইসলাম   টিটু রাজবাড়ী – ১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য  প্রার্থী কাজী কেরামত আলীর  মনোনয়ন পত্র জমা  নেত্রকোনা-২ আসনে সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের মনোনয়ন দাখিল
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

গোয়ালন্দে শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত 

রিপোর্টার / ৭১ বার
আপডেট রবিবার, ৩ জুলাই, ২০২২

আবুল হোসেন,রাজবাড়ী প্রতিনিধি :০৩ জুলাই-২০২২,রবিবার।
রাজবাড়ীর গোয়ালন্দে আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাকারী আশরাফুল ইসলামের ফাঁসি এবং নড়াইলসহ দেশের বিভিন্ন স্হানে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ৩ জুলাই বেলা ১ টা হতে ঘন্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড হতে পৌর জামতলা এলাকায় এ মানববন্ধন পালিত হয়।
উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে  বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েকশ শিক্ষক,শিক্ষার্থীরা  এতে অংশ নেন।
গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের শেখ মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন।
বক্তব্য রাখেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, দক্ষিণ উজানচর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর হোসেন, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার,
দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম,চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, ইদ্রিসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মওলানা আবু তাহের, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক পিয়ার মাহমুদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর বলা হয়। অথচ এই সকল শিক্ষক বিশেষ করে বেসরকারি শিক্ষকদের জীবনমান অত্যন্ত সাধারণ মানের।মান সম্মানটাই তাদের একমাত্র আত্মতুষ্টির জায়গা। অথচ আজকাল দেখা যাচ্ছে যেনতেন কারনে শিক্ষকদের  পিটিয়ে হত্যা করা হচ্ছে। গলায় জুতার মালা পড়িয়ে ঘোরানো হচ্ছে। এগুলো জাতির জন্য অশনি সংকেত। আমরা  শিক্ষক উৎপল হত্যাকারী জিতুর ফাঁসি চাই। সেইসাথে শিক্ষক লাঞ্চনার সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশের সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি  জানাচ্ছি । অন্যথায় আমরা দেশের শিক্ষক সমাজ রাজপথে নেমে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com