Logo
ব্রেকিং :
কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে -অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেত্রকোনা জেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের সৌজন্য স্বাক্ষাত প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে –নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

গোয়ালন্দে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্র্ষণের অভিযোগ

রিপোর্টার / ২৫ বার
আপডেট রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

আবুল হোসেন গোয়ালান্দ(রাজবাড়ী) প্রতিনিধি:০৯ ফেরুয়ারী-২০২০

রাজবাড়ীর গোয়ালন্দে এবার ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্কুলছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় আবুল শেখ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে। আবুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বদন মৃধার পাড়ার জাকের শেখ এর ছেলে। সে দৌলতদিয়া ঘাট এলাকায় পরিবহন পারাপারে দালালের কাজ করে থাকে।
এদিকে প্রায় সাড়ে চার মাস আগে গোয়ালন্দ শহরের মাদ্রাসার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী সন্ধ্যার পর পাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে প্রতিবেশী ইয়াছিন মন্ডল নামের এক যুবক তাকে মুখ আটকে ধর্ষণের করে বলে ৪ ফেব্রুয়ারী মাদ্রাসাছাত্রী থানায় অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে ওই দিন রাতেই পুলিশ ইয়াছিনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
ভুক্তভোগী পরিবার ও স্কুল ছাত্রী জানায়, সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করে। ২৮ জানুয়ারী বিদ্যালয়ের বার্ষিক বন ভোজন শেষে অনেক রাতে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে এলাকার আবুলের মেয়ে বান্ধবীর খোঁজ নিতে তাদের বাড়ি যায়। ডাকাডাকি করলেও উত্তর না পেয়ে ঘরের কাছে গিয়ে ডাক দিলে ঘরে থাকা বান্ধবীর বাবা আবুল শেখ তাকে ঘরে যেতে বলে। আপত্তি জানালে তাকে জোর করে ঘরে নিয়ে দরজা লাগিয়ে দেয়। এক পর্যায়ে মুখ চেপে ধরলে চিৎকার করে। এসময় মুখ আটকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার পর স্কুল ছাত্রী বাড়ি ফিরে গিয়ে কাউকে কিছু না বলে ঘরে চুপচাপ বসে থাকে। এরপর থেকে সে আর স্কুলেও যায়না। কেন স্কুলে যায় না? কারো সাথে কথা না বলে চুপচাপ ঘরে বসে থাকার কারণ জানতে চাইলে ঘটনার চার দিন পর মায়ের কাছে খুলে বলে। এসময় তার বড় ভাইও বিষয়টি জানতে পারে। এরপর স্কুল ছাত্রীর ভাই আবুলকে খোঁজ করে এমন ঘটনার কারণ জানতে চাইলে তাকে কয়েকটি চর থাপ্পড় মারলে এলাকার লোকজন এগিয়ে আসায় সে কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
স্কুল ছাত্রীর দিন মুজুর বাবা জানায়, আমার মেয়ে ও আবুলের মেয়ে এক সাথে পড়াশুনা করে। কাছাকাছি বাড়ি হওয়ায় এক সাথে আড্ডা দিত। স্কুলের পিকনিকের পরদিন স্কুল ছুটি থাকায় সকালে বান্ধবির খোঁজে বাড়িতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় আবুল ঘরে আটকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি ট্রলারের ট্রিপ নিয়ে গোয়ালন্দের বাইরে ছিলাম। গত মঙ্গলবার বাড়ি ফিরে আসার পর ঘটনা জানতে পারি। ঘটনার পর থেকে আমার মেয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। এমনকি স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে। এলাকায় কিছু লোক জানতে পারায় আমার মেয়ে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছে। বিষয়টি চেপে যাওয়ার জন্য, মীমাংসা করতে আ.লীগের স্থানীয় নেতাকর্মীরা অনেক চাপাচাপি করছে। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) গোয়ালন্দ ঘাট থানায় এসে অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে ঘটনা এলাকায় জানাজানি হওয়ায় আবুল শেখ এলাকা ছেড়ে পালিয়েছে। এলাকায় না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার স্কুল ছাত্রী বাদী হয়ে আবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com