আবুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ঃ০৪ মার্চ-২০২০বুধবার।
আসন্ন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মোহাম্মদ আলী মিয়া নামে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী তার দাখিলকৃত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
গত মঙ্গলবার বিকালে তিনি নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমানের নিকট মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এ ব্যাপারে মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘নির্বাচনের মানসিক প্রস্তুতি না থাকা এবং অর্থনৈতিক দৈন্যতার জন্য আমি মনোনয়নপত্র প্রত্যাহার করছি।’
নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, ‘তিনি (মোহাম্মদ আলী মিয়া) মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। আইন অনুযায়ী, আবেদনের সাথে সাথে তার প্রার্থীতা বাতিল হবে।’