আবুল হোসেন, গোয়ালন্দ(রাজবাড়ী) থেকে:২৭ ফেব্রুয়ারী-২০২০,বৃহস্পতিবার।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে মনোয়ন ফরম নেওয়া সাত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বেশিরভাগ রয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী।
ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১ মার্চ মনোনয়নপত্র বাছাই এবং ৮মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৯মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল দুপুর বারোটার দিকে প্রথম মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আ.লীগ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সী। এরপর জমা দেন স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আ.লীগ সদস্য মোহাম্মদ আলী মিয়া। বেলা তিনটার দিকে বিশাল বহর নিয়ে মনোয়নফরম জমা দেন উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা কমিটির সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এরপর জমা দেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম এর ছেলে মো. আরিফুজ্জামান। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। বেলা সাড়ে তিনটার দিকে জমা দেন বিএনপি মনোনিত প্রার্থী, জেলা বিএনপির সদস্য মো. মাহবুব আলম। বিকেল চারটার দিকে মনোয়নপত্র জমা দেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আ.লীগের সাবেক সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী। তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
মোস্তফা মুন্সী গতকাল উপজেলা আ.লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, পৌর আ.লীগ সভাপতি কাকলী নজরুল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মোস্তফা মুন্সী বলেন, আমি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকা- নিয়ে ব্যাস্ত থাকি। বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি বলে নেতা না হয়েও সকল কর্মকা-ে অংশ নেই। দল আমাকে একটি গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করলেও দলের একটি বড় অংশ নির্বাচন বানচাল করে। মোস্তফা মুন্সী দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। টাকার বিনিময়ে তাকেই দলীয় মনোনয়ন দেয়া হলো। দলের তৃণমূল থেকে অনেক ত্যাগী নেতার কষ্ট লাঘব করতে বাধ্য হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র জমা দিতে হয়েছে। মনোনয়নপত্র যাতে জমা না দেই এজন্য আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। কারা হুমকি দিচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় হলেই বিষয়টি আপনাদের মাধ্যমে প্রকাশ করবো।
বিএনপি মনোনিত প্রার্থী মো. মাহবুব আলম শাহিন মনোনয়ন ফরম জমাদান শেষে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে অংশ নিতে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের প্রতি সে নিশ্চয়তা দাবী করছি। আমরা নির্বাচনে সর্বশেষ পর্যন্ত মাঠে থাকবো।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম গত বছর ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান-এর পদটি শূন্য হয়। এরপর থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।