মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ১৩ জুন-২০২২,সোমবার।
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সদর থানা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সদর থানা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, আতাউর রহমান জিন্নাহ, সৈয়দ শাহিন, আজিম উদ্দিন বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. আজগর আলী, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন, জেলা স্বেচ্ছাসেবদকদলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।