মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২১ আগস্ট-২০২২,রবিবার।
রক্তাক্ত বিভীষিকাময় দিনটির নাম ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। গতকাল ছিলো নারকীয় এ সন্ত্রাসী হামলার ১৮তম বার্ষিকী। বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ আহত হন। ইতিহাসের এ জঘন্যতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে বাঙালি জাতি নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১শে আগষ্ট রবিবার উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্বরসহ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জনাব মাসুদুল হক মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালপুর ভূঞাপুর এর মাননীয় সংসদ সদস্য জনাব তানভীর হাসান ছোট মনির, যুগ্ম সাধারন সম্পাদক-মোঃ মিনহাজ উদ্দিন, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব নার্গিছ আক্তার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম (বাবু) , মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি। উপজেলা আওয়ামী লীগের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, , সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজুসহ ছাত্র লীগ -যুব লীগের নেতৃবৃন্দ।