রামপ্রসাদ সরকার দীপু ঘিওর(মানিকগঞ্জ) থেকে:২৪ ফেব্রুয়ারী-২০২০,সোমবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার মক্তিযুদ্ধের স্মৃতি বিজোরিত ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রী কলেজের এইচ, এস,সি পরীক্ষার্থীদের-২০২০ এর সমাপনী ও বিদায় উপলক্ষে গত সোমবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেরশ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠান এক মিলন মেলায় পরিনত হয়। পরীক্ষার্থীরা কলেজের শিক্ষকদের সাথে সারা দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীরা একই রংঙ্গের টি-শার্ট পরে তাদের প্রিয় শিক্ষকদের নিকট থেকে অটোগ্রাফ নিয়ে বিভিন্ন আনন্দ উল্লাস করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এ, কে, এম,ফজলুল হক, সহকারি অধ্যাপক এ,এ, এম সাইফুল ইসলাম আব্বাসী, সহঅধ্যাপক গোলাম মাজেদ, অজিত কুমার শীল, সুভাষ চন্দ্র রায়, আশরাফ সিদ্দীকি,মোঃ মনিরুজ্জামান, কবরী নূরজাহান, প্রভাষক মোঃ ছাইদুর রহমান, মোছাঃ ময়না বেগম,মোঃ আনিসুর রহমান, মৌ- সাহা, আনন্দ কুমার ঘোষ, পুলকেশ মন্ডল, মোঃ হাবিবুর রহমান,মোঃ কামাল হোসেন, মুক্তা বিশ^াস, শিউল আক্তার, সুরাইয়া খান, পাভেল রহমান, আজিজুর হক রতন, সাইফুল ইসলাম, সামিউল প্রধান পরীক্ষার্থী মোঃ সজিব হোসেন, শান্ত সরকার, দীপা ঘোষ, চাদনী আক্তার, আইভি আক্তার, লাকি আক্তার প্রমুখ।