রামপ্রসাদ সরকার দীপু ঘিওর(মানিকগঞ্জ)থেকে::২৬ ফেব্রুয়ারী-২০২০,বুধবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈলট গ্রাম থেকে অজ্ঞাত নামা এক নারীর (২৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সারে নয়টার দিকে বৈলট গ্রামের একটি ডোবায় কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। বুধবার সকালে লাশটির ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে লাশের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বৈলট গ্রামের একটি ডোবা থেকে গলিত নারীর লাশটি উদ্ধার করা হয়। তবে ধারনা করা হচ্ছে, কে বা কারা ওই নারীকে হত্যা করে নির্জন স্থানে ফেলে গেছে। তবে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।