রামপ্রসাদ সরকার দীপু,ঘিওর(মানিকগঞ্জ) থেকে:২৯ এপ্রিল-২০২০,বুধবার।
মানিকগঞ্জের ঘিওরে গতকাল মঙ্গলবার বিকেলে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ঘিওর উপজেলাতে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২জন। নতুন আক্রান্ত রোগীর বাড়ি ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের কান্দাকুষ্টিয়া গ্রামে । পয়লা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মানিক মিয়ার ছেলে। সে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। তার বয়স প্রায় (৪৭)। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ওই স্বাস্থ্য কর্মীর বাড়িসহ আশপাশের ৭টি বাড়ি লকডাউন ঘোষনা করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমেন চৌধুরী জানান,সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরন করা হয়। মঙ্গলবার তার রিপোর্ট করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। বর্তমানে তাকে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলশনে রাখা হয়েছে। বুধবার ঘিওর হাসপাতালের কর্মরত তার সংস্পর্শে আসা সকল কর্মকর্তা- কর্মচারীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরন করা হবে। তবে এ পর্যন্ত মানিকগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭ জনে।