নিজস্ব প্রতিবেদক:১৪ আগস্ট-২০২২,রবিবার।
ঘিওর উপজেলার সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বাষিক সম্মেলন শনিবার বিকেলে ঘিওর কেন্দ্রীয় কালিবাড়ি নাট মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহবায়ক নিখিল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক বাসুদেব সাহা, বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ অসীম কুমার বিশ^াস, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, জেলা কমিটির সাধারন সম্পাদক অর্নিবাণ পাল, সাংগঠনিক সম্পাদক বাসুদেব গোস্বামী, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এ্যাডঃ শচীন্দ্র নাথ মিত্র, সদস্য সচিব সুব্রত কুমার শীল গোবিন্দ্র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, মোঃ শামসুল আলম খান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, কেন্দ্রীয় কালি বাড়ি নাট মন্দির সভাপতি রাম চন্দ্র সাহা, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
শেষে ২য় অধিবেশনে নিখিল সাহাকে সভাপতি ও চন্দ্র হালদারকে সাধারন সম্পাদক এবং সুকুমার সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছর মেয়াদী ঘিওর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের একটি কমিটি গঠন করা হয়।