রামপ্রসাদ সরকার দীপু,ঘিওর(মানিকগঞ্জ) :২৫ এপ্রিল-২০২০,শনিবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের শোলধারা গ্রামে গত শুক্রবার একজন কোরানা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার নাম মোঃ জাহিদ হাসান (৩৫) । সে নারায়নগঞ্জে বসবাস করতেন। তাকে বাড়িতেই আইশোলেশনে রাখা হয়েছে।
এলাকা সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল সে নারায়নগঞ্জ থেকে শোলধারা গ্রামের বাড়িতে আসে। তার ভিতরে করোনা ভাইরাসের কোন উপসর্গ না থাকার পরেও আশেপাশের লোকের সন্দেহ নিরাশার জন্য সে গত বৃহস্পতীবার নিজে বাই সাইকেল চালিয়ে এসে ঘিওর উপজেলা ৫০ শয্যার হাসপাতালে নমুনা দিয়ে যায়। শুক্রবার পরীক্ষার ফল এলে জানা যায় সে করোনা ভাইরাসে আক্রান্ত। পরে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা,ঘিওর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম,সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে বাড়িটি লকডাউন ঘোষনা করেন। এদিকে তার পরিবারের ৭জন সদস্যেরকোভিড-১৯ এর সংক্রমন আছে কিনা তা জানার জন্য শনিবার স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যান ও সেচ্ছাসেবক টিমকে সব সময় কোঁজ খবর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ঘিওর ডি, এন হাই স্কুল মাঠের কাঁচা বাজার এবং বানিয়াজুরি স্কুল মাঠের কাঁচা বাজারটি সামাজিক দুরত্ব না মেনে অতিরিক্ত জনসমাগম হবার কারনে উপজেলা প্রশাসন লোকডাউন করে দিয়েছে।