রামপ্রসাদ সরকার দীপু,ঘিওর(মানিকগঞ্জ) থেকে: :০১ মে-২০২০,শুক্রবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হওযায় ওই বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার । গতকাল বৃহস্পতীবার উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই এলাকায় এক ব্যক্তি কোভিড -১৯ এর উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন। এতে ওই বাড়িটি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সমেন চৌধুরী জানান, মৃত্যু ওই ব্যক্তি দুই দিন আগে অসুস্থ জনিত কারনে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতীবার ভোর চারটার দিকে মারা যান। করোনার উপসর্গ থাকায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। লোকডাউনকৃত পরিবার সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।