Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ঘিওরে কর্মহীন দুস্থ অসহায় শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরন

রিপোর্টার / ২৪ বার
আপডেট শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

রামপ্রসাদ সরকার দীপু  ঘিওর( মানিকগঞ্জ):১৭ এপ্রিল-২০২০,শুক্রবার।
মানিকগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের (এম.পি) নির্দেশক্রমে ঘিওর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকরামুল ইসলাম খবির ও আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান খানের যৌথ উদ্যোগে মরণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) ঠেকাতে মানিকগঞ্জের ঘিওর বাজারের দেড় শতাধিক কুলি শ্রমিক ও দুস্থ নারীদের মাঝে আজ শুক্রবার সকালে সামাজিক নিরাপত্তা মেনে চাল, ডাল ,আলু, লবনসহ বিভিন্ন সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি লিটন কুমার আইচ, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আওয়াল বাবু মোঃ রফিক মৃধা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রওশন ইয়াজদানী সুমন প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকরামূল ইসলাম খবির জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাসে সংক্রমন ঠেকাতে এলাকার অসহায় দিন মজুর কুলি শ্রমিকরা কর্মহীন হয়ে পরায় তিনি এই ক্ষুদ্র আয়োজন করেন। এ ছাড়া দুস্থ নারীদের মাঝেও তিনি বিভিন্ন সামগ্রী বিতরন করেন। তবে তার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com