রামপ্রসাদ সরকার দীপু,স্টাফ রিপোটার- :০৮ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের ঘিওর থানার বিভিন্ন এলাকায় জনসচেতনতা তৈরিতে কাজ করছে থানা পুলিশ। বিভিন্ন অপরাধ দমনে ও অপরাধীদের তথ্য দিতে মাইকিংসহ বিট পুলিশিং এর মাধ্যমে জনগণকে সচেতনমূলোক প্রচার প্রচারনা শুরু করেছে। ইদানিং জেলার বিভিন্ন উপজেলায় কয়েকটি অভিনব কায়দায় চুরির ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন।
ঘিওর থানা পুলিশ সূত্রে জানা যায়, ইদানিং সংঘবদ্ধ চক্রটি হকার, ভাঙ্গারি ব্যবসায়ী, ভিক্ষুক বা পাগলবেশে বাড়িতে প্রবেশ করে টিউবওয়েল বা রান্না ঘরের খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে দিয়ে যায়। তারপর বাসার সদস্যরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে রাতের বেলা সংগোপনে ঘরে প্রবেশ করে মূল্যবান মালামাল সব চুরি করে নিয়ে যায়।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান জানান, যদিও টিউবওয়েলে চেতনানাশক মেশানোর কোন প্রমাণ পাওয়া যায়নি তারপরও জনগণকে সচেতন করতেই মাইকিংসহ প্রচার প্রচারণা চালাচ্ছি। আমরা প্রাথমিকভাবে অনুমান করছি যে এরকম কিছু অপরাধ সম্ভবত হচ্ছে। এ ধরনের অপরাধ যাতে আমাদের থানায় না হয় এর জন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করছি ।