রামপ্রসাদ সরকার দীপু ঘিওর (মানিকগঞ্জ) থেকে:২৯ এপ্রিল-২০২০,বুধবার।
মাকিগঞ্জের ঘিওর -টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বাইলজুড়ি এলাকায় আজ সকালে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। নিহত ভ্যান চালক মোঃ আজাহার হোসেন (৫৫) উপজেলার বাইলজুরি গ্রামের মৃত মোঃ রেহাতুল্লার ছেলে।
জানা গেছে, ঢাকা মেট্রো ( ট -০২-০৭৯২ ) একটি আন্তঃ জেলা কয়লা বোঝায় একটি ট্রাক ঢাকা থেকে টাঙ্গাইল যাবার পথে ঘিওর-টাঙ্গাইল আঞ্চলিক সহসড়কের বাইলজুরি এলাকাতে স্থানীয় ভ্যান চালক আজাহারকে চাপা দিলে মারাত্মক আহত অবস্থায় তাকে ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। ট্রাক চালককে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।