রামপ্রসাদ সরকার দীপু ,স্টাফ রিপোর্টার:০৪ আগস্ট-২০২৩,শুক্রবার।
ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ প্রায় ১০ মাস পরে ঘিওর উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহীউদ্দীন এবং সাধারন সম্পাদক এ্যাডঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়া (পিপি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বৃহস্পতীবার রাতে অনুমোদন দিয়েছেন। নতুন কমিটি পেয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রানচাঞ্চলতা ফিরে এসেছে। প্রবীন এবং নবীনদের সম্মনয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে দীর্ঘদিন পরে অনেক যাচাই বাছাই করে এই কমিটি ঘোষনা করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে গত বছরের ১৯ অক্টেবর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আব্দুল আলীম মিয়া মিন্টু সভাপতি ও মোঃ হামিদুর রহমান আলাই সাধারণ সম্পাদক মনোনীত হন। প্রায় দশ মাস পর ৭১ সমস্য বিশিষ্ট প‚র্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করেছে জেলা কমিটি।
কমিটিতে সহসভাপতি হয়েছেন ইকরামুল ইসলাম খবির, বীরমুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার রায়, রাম চন্দ্র সাহা, আনন্দ কর্মকার, আতোয়ার রহমান, আঃ মতিন মুসা, মো: আতোয়ার রহমান, হানিফ উল্লাহ, আলী ইকবাল বাহার শামীম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মো: শামসুল আলম খান, কামরুল ইসলাম পলাশ, সারোয়ার কিরন খান, আইন বিষয়ক সম্পাদক হয়েছেন এ্যাডঃ মো: রাসেল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. তারা বেপারী, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আজিম মিয়া জন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, দপ্তর সম্পাদক মশিউর রহমান রশীদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুল ইসলাম শহীদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হক স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খান, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা টাইগার লোকমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ন‚রুল ইসলাম ন‚রু, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আজাদ, শ্রম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো. সালেম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সজল , সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ,ইসতিয়াক আহমেদ শামীম, আল মুজাহিদ, সহ-দপ্তর সম্পাদক বজলুর রহমান টিপু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমীন, কোষাধ্যক্ষ্য শাহজাহান খান। এ ছাড়া ৩৫জনকে কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে।