রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার ঃ২৬ এপ্রিল-২০২২,মঙ্গলবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রাঙ্গণে আজ মঙ্গলবার প্রায় অর্ধশতাধিক প্রদর্শনী মৎস্য চাষিদের মধ্যে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরে এবং সিআইজি মৎস্য সমবায় সমিতির লিঃ উদ্যোগে মাছের খাবার বিতরন করা হয়েছে। গুলশা, কার্প, শিং,ও দুস্থ মৎস্য চাষিদের প্রতি জনকে ১০০ কেজি করে মাছের খাবার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার কে এম সিদ্দিক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ শামীম, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমানর ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল আলীম বড়টিয়া ইউপি চেয়ারম্যান রওশন আলম মোল্লা প্রমুখ।