মোঃ সাইফুল ইসলাম ঘিওর(মানিকগঞ্জ) :৩০ জুলাই-২০১৯,মঙ্গলবার।
ঘিওর উপজেলা পেঁচারকান্দা যুব সংর্ঘের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। খেলায় সিংজুরী বীনা পানি সমাজ কল্যান সমিতিকে ১ গোলে পরাজিত করে বাষ্টিয়া নব জীবন ক্লাব চ্যাম্পিয়ান হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শামিম মিয়া, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আঃ আওয়াল খান, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ সাঈস হাসান মুকুল, বালিয়াখোড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ এম এ লতিফ, টুনামেন্ট আহবায়ক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। উল্লেখ্য, এই টুনামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করেন। খেলা পরিচালনা করেন মোঃ ফরিদ আহম্মেদ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। ধারা ভাষ্যকার ছিলেন আসিক মন্ডল ও এ্স আই বোরহান উদ্দিন মোল্লা।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি