রামপ্রসাদ সরকার দীপু, ঘিওর( মানিকগঞ্জ):০৬ মার্চ-২০২০,শুক্রবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতীবার অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের এক প্রস্তুতি মুলোক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল ইসলাম খবির, সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলীম মিন্টু, যুগ্ন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, যুগ্ন সম্পাদক ও বাজার কমিটির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতীন মুসা, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম, আইন বিষয়ক সম্পাদক এ কে এম সারোয়ার কিরন খান, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, ঘিওর প্রেসকাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।