রামপ্রসাদ সরকার দীপু ,স্টাফ রিপোর্টার :০৩ নভেম্বর-২০২২,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের ঘিওরে সেবাম‚লক প্রতিষ্ঠান এসডিআই সমৃদ্ধি কর্মস‚চির ( স্বাস্থ্যসেবা ও পুষ্টি) কার্যক্রমের আওতায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তিন শতাধিক রোগীকে রোগ নির্নয়, চিকিৎসা পত্র এবং বিনাম‚ল্যে ওষুধ সরবরাহ করা হয়।বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা খানপাড়া মোড়ে এসডিআই প্রবীণ সামাজিক কেন্দ্রের মিলনায়তনে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই) এর ব্যবস্থাপনায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসডিআই’র সমৃদ্ধি কর্মস‚চীর বানিয়াজুরী শাখার সমন্বয়কারী মোঃ শহীদ উল্লাহর সভাপতিত্বে স্বাস্থ্য ক্যাম্পে বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, আয়োজক সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মো: হুমায়ুন কবির, শাখা ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো: জাভেদ আলী, ইউপি সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ। স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা: মো: আলমগীর হোসেন, মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মো: মোতাসিম বিল¬াহসহ স্বাস্থ্য সহকারীদের একটি টিম।