রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোটার :০২ জুন-২০২২,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের ঘিওর- টাঙ্গাইল আঞ্চলিক মহসড়কের শ্রীধরনগর মোড় এলাকায় আব্দুর রউফ (১৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং ২ জন মারাত্মক আহত হয়েছে। আহত ২ জনকে ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সে ঘিওর ডি এন হাই স্কুলের ১০ শ্রেনীর ছাত্র ছিল। তার পিতার নাম মোঃ রফিকুল ইসলাম ।
জানা গেছে, আজ বৃহস্পতীবার সকাল সারে নয়টার সময় কোচিং সেড়ে মোটর সাইকেল চালিয়ে বাড়ি যাবার পথে একটি প্রাউভেট কারকে ওভার টেকিং করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পরে যায়। মারাত্মক আহত অবস্থায় ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে নেবার পরে সে মারা যায়। তার অপর দুই বন্ধু মারাত্মক আহত হয়। আহতরা হচ্ছে ১০ শ্রেনীর ছাত্র মোঃ বাবুল মিয়া (১৬) এবং মোঃ রাতুল ইসলাম (১৭) । তাদেরকে ঘিওর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি দৌলতপুর উপজেলার বালিথা মুকুন্ডবাড়ি গ্রামে।