নিজস্ব প্রতিবেদক:০৯ আগস্ট-২০২২,মঙ্গরবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরনের আয়োজন করা হয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারীর সভাপতিত্বে এবং মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু, কুষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ব্রাইট গ্রæপের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম দরজী উজ্জল, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শামসুল আলম খান, আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম লেবু, যুবলীগের সহ-সভাপতি তালাৎপাশা সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন। শেষে মিষ্টি বিতরন করা হয়।