রামপ্রসাদ সরকার দীপু, স্টাফ রিপোটার:০২ জুন-২০২২,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার দু’শ বছরের ঐতিহ্যবাহী নিমতলা কালীবাড়ি লোকনাধ মন্দির প্রাঙ্গনে বিশে^র সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় ১৩২তম শ্রী শ্রী লোকনাথ ব্রম্বচারী বাবার তিরোধান উৎসব উপলক্ষে আজ বৃহস্পতীবার থেকে ১০ দিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, র্যালি, গণপ্রার্থনা, বাল্য ভোগ, তারকব্রম্ব মহানামযজ্ঞানুষ্ঠান ও লীলা সংকীর্ত্তন, মহাপ্রভুর ভোগরাগ, কুঞ্জভঙ্গ, জলকেলী ও মহন্ত বিদায় ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডঃ গোলাম মহী উদ্দিন, সহ-সভাপতি ্অ্যাড শচীন্দ্রনাথ মিত্র, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু প্রমুখ।
ঘিওর নিমতলা কালীবাড়ি লোকনাথ মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন কুমার সাহা জানান, করোনাকালীন সময়ে ২ বছর অনুষ্ঠান করা হয়নি। তাই এবার ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতো মধ্যে মন্দির প্রাঙ্গনে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে। ১০ দিন ব্যাপি সার্বজনীন এ অনুষ্ঠানটি এবার মিলন মেলায় পরিনত হবে।