রামপ্রসাদ সরকার দীপু , স্টাফ রিপোর্টার :১০ সেপ্টেম্বর-২০২২,শনিবার।
মানিকগঞ্জের ঘিওরে আজ শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের পরিষদ চত্বরে সামাজিক-সম্প্রীতি কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘিওর ডি এন হাই স্কুলের সাবেক শিক্ষক মোঃ আব্দুর রহমান উয়ায়েছি, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, ঘিওর ডি এন হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, ঘিওর বালিকা ্্্্উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ মোঃ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, এসআই মনিরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন সজল প্রমুখ।
উল্লেখ্য এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক. শুশিল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাতুল হোসেন আলমগীর রামপ্রসাদ