রামপ্রসাদ সরকার দীপু ,স্টাফ রিপোর্টার ঃ১৩ জুন-২০২২,সোমবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে আজ সোমবার দুপুরে শিবালয়ের সিসিডিবি এবং সিপিআরপি উদ্যোগে এলাকার সারে ১২শ’ পরিবারের মাধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও চেক বিতরণ করা হয়েছে।
শিবালয় উপজেলা সিসিডিবি এবং সিপিআরপি এরিয়া ম্যানেজার দর্কাসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান, এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, মহীলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু ও সিসিডিবি কর্মসূচি কর্মকর্তা রিংকু দিও প্রমুখ। শেষে সারে ১২শ’ পরিবারের মধ্যে গাছের চারা বিতরন করা হয়। এবং তিনটি ফোরামের ৩জন কে ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা বিতরনের পরে সিসিডিবি এবং সিসিআরপি এক কর্মশালার আয়োজন করে।