মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৭ মার্চ-২০২০,মঙ্গলবার।
‘হোম কোয়ারেন্টিনে’র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অষ্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা এবং ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার এই দন্ড দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সদ্য বিদেশফেরত ব্যক্তিদের ‘হোম কোয়ারেন্টিনে’ থাকা বাধ্যতামূলক করেছে সরকার। তাঁদের অন্তত ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নির্দেশনা অমান্য করে ঘিওর উপজেলার অষ্ট্রেলিয়াফেরত ওই ব্যক্তি বাড়ির বাইরে ঘোরাঘুরি করেন। খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এলাকায় গিয়ে অভিযান চালায়। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আক্তার ওই ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেন।
আইরিন আক্তার বলেন, ওই ব্যক্তিকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছে। কোনো ব্যক্তি ‘হোম কোয়ারেন্টিনে’র বাইরে থাকলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োগ করা হবে।