রামপ্রসাদ সরকার দীপু ,স্টাফ রিপোর্টার :০৫ নভেম্বর-২০২২,শনিবার।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সংখ্যা বেড়েই চলছে। ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চলে এ রোগের প্রাদুর্ভাব ছড়াচ্ছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন রোগী ভর্তি হচ্ছে। এ পর্যন্ত ১৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১২ জন মহিলা ৫ জন। বর্তমানে ভর্তি হয়ে ৫জন রোগী চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিস্কার পরিছন্ন রাখার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। বাজারের বিভিন্ন ড্রেন পরিস্কারের পাশাপাশি খানাখন্ড ও ডোবায় জমে থাকা পানি নিস্কাশনের দাবি করেন বাজারের ব্যবসায়ীরা। প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে প্রচুর রোগীর ভীরে স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা হিমশীম খাচ্ছে।
ঘিওর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ বিপুল বালো (আরএমও) জানান, অধিকাংশ রোগীরাা বাড়িতে হঠাৎ জ¦র মাথা ব্যথা, চোখ লাল এবং শরীর ব্যথা অনুভব করে। পরে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির পরে পরীক্ষা- নিরীক্ষার পরে ডেঙ্গু সনাক্ত হচ্ছে। তবে সন্ধ্যার পর প্রতিটি বাড়ির ঘরের দরজা-জানালা বন্ধ করে এবং মশারী টাঙ্গিয়ে ঘুমাতে হবে। এ ছাড়া তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন।
স্থানীয় লোকজনদের অভিযোগ করে বলেন, ঘিওর হাট-বাজারে মশা নিধনের কোন ধরনের ব্যবস্থা নেই। বাজারের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এবং ময়লা-আর্বজনার ভরাট থাকায় বাজারবাসী আর্তকে আছেন। জলাবদ্ধতা বাজারে ভয়াবহ আকার ধারন করেছে।
ডেঙ্গু রোগে আক্রান্ত জলিল মিয়া জানান, হঠাৎ করে কয়েক দিন ধরে রাতের বেলাতে প্রচন্ড জ¦র ও শরীর ব্যথা অনুভব করি। পরে হাসপাতালে ভর্তির পরে বিভিন্ন ধরনের পরীক্ষা করে ডেঙ্গু জ¦র ধরা পরে।