মানিকগঞ্জ প্রতিনিধি:১২ ফেরুয়ারী-২০২০,
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর গ্রামের ঐতিহ্যবাহী কানাই বলাই শ্রী অঙ্গনে গত সোমবার দেশ মাতৃকার কল্যাণ ও বিশ^শান্তি কল্পে -অখন্ড শ্রী শ্রী তারকব্রম্বা মহানাম যজ্ঞানুষ্ঠান এবং বিশাল নগর পরিক্রমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রীমদ্ভাবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন কানাই বলাই শ্রী অঙ্গনের প্রতিষ্ঠাতা শ্রী শ্যামল গোস্বামী। এর পরে তারকব্রম্বা হরিনাম সংকীর্ত্তন পরিবেশন করেন কানাই বলাই সেবা সংঘ (ঘিওর) ও নারচি একাদশ। রাতে লীলা কীর্ত্তন পরিবেশন করেন গৌর দাশ (জাফরগঞ্জ) এবং সাগর সরকার (ঘিওর)। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান আলাই, ঘিওর নাট মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত সরকার সন্টু, ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, লোকনাথ কমপ্লেক্সের সভাপতি নিরঞ্জন কুমার সাহা প্রমুখ। উল্লেখ্য, অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক লোকজনের আগমন ঘটে। পরের দিন সকালে নগর পরিক্রমা বের হয়। নগর পরিক্রমাটি উপজেলার চত্বরসহ বাজারে বিভিন্ন স্থানে প্রদক্ষিন করে। এ সময় শত শত ভক্তবৃন্দের অংশ গ্রহনে নগর পরিক্রমাটি মিলন মেলায় পরিনত হয়।