আবু বক্কার সিদ্দীক, মনিরামপুর থেকে :০৩ মার্চ-২০২০,মঙ্গলবার।
অবশেষে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর হাতে আটক মণিরামপুরের বহুল আলোচিত সেই সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে তাকে ভাল মানুষ বানাতে একটি মহলের কথিত অপপ্রচার মিশন সমাপ্তি ঘটেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কুষ্টিয়ার জেলা রেজিষ্ট্রার প্রভাকর সাহা।
জানা যায়, আওয়ামী পরিবারের সন্তান সুব্রত কুমার সিংহ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রয়াত দূর্গাপদ সিংহের পুত্র। গত বছরের ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগীতায় কুষ্টিয়া দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে কুষ্টিয়া সদর সাব-রেজিষ্ট্রি অফিসে অভিযান চালানো হয়। এদিন ১ লক্ষ ৪ হাজার ৪’শ ঘুষের টাকাসহ হাত-নাতে আটক করা হয় সাব-রেজিষ্ট্রার সুব্রতসহ তার এক অফিস সহকারীকে। এক পর্যায় তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আর এমন সংবাদ ছড়িয়ে পড়লে মণিরামপুরে ব্যাপক তোল-পাড়ের পাশাপাশি বেরিয়ে আসতে থাকে সাব-রেজিষ্ট্রার সুব্রত সিংহ চাকুরীর টাকা দিয়ে নামে-বেনামে অঢেল সম্পত্তিসহ কোটি-কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনা। মণিরামপুর পৌর শহরের ভগবান পাড়ায় তার আলিশান বাড়ি, ঢাকুরিয়া রোডে শীর্ষ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং মৎস্য ঘেরের ছবিসহ দৈনিক সময়ের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। এক পর্যায় তার ভাই দেবাশীষ বাদলসহ যুব ও ছাত্রলীগের নামধারী ক্যাডাররা আটক সুব্রত সিংহের ব্যাপারে যেন কারোর কাছে মুখ না খোলে সে মোতাবেক টার্গেট অনুযায়ী এলাকার প্রতিবাদী ব্যক্তিদের হুমকী-মারধর করতে থাকে। এরই অংশ হিসেবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের পত্রিকায় আর না লেখার জন্য ম্যানেজ করার চেষ্টা চালানো হয়। অবশেষে সব মিশন বাদ দিয়ে তাকে জামিন করানোর জন্য অঢেল অর্থ নিয়ে তার ভাই বাদলসহ একটি মহল দৌঁড়ঝাপ শুরু করে কুষ্টিয়ায়। এক পর্যায় এক মাসের মাথায় জামিনে মুক্ত হয়ে এলাকায় আসেন সুব্রত সিংহ। এরপর তার পোষা চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় অপপ্রচার চালাতে থাকে দুদকের হাতে আটক হয়েছিল তাতে কি হয়েছে, তার চাকুরীতে নাকি প্রমোশন দিয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষ। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার সাব-রেজিষ্ট্রার সুব্রত সিংহকে গত মাসের ১৮ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত করেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি