Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার দৌলতপুরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের ঘটনায় পিআইওসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায়  ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা নিহত টাঙ্গাইলে জাতীয়তাবাদী “জিয়া প্রজন্মদল” এর কমিটি গঠণ নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন নেত্রকোনায় প্রশাসনের চারজন কর্মচারীর বিদায়ী সংবর্ধনা চৌহালীতে  নানা আয়োজনে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী  পালন  নেত্রকোনায় মেধাবী শিক্ষার্থীদের ট্যাবলেট বিতরন     নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক মণিরামপুরের বহুল আলেচিত সেই সাব-রেজিষ্ট্রার সুব্রত সিংহ বরখাস্ত

রিপোর্টার / ২৪ বার
আপডেট মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

আবু বক্কার সিদ্দীক, মনিরামপুর থেকে :০৩ মার্চ-২০২০,মঙ্গলবার।
অবশেষে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর হাতে আটক মণিরামপুরের বহুল আলোচিত সেই সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর থেকে তাকে ভাল মানুষ বানাতে একটি মহলের কথিত অপপ্রচার মিশন সমাপ্তি ঘটেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কুষ্টিয়ার জেলা রেজিষ্ট্রার প্রভাকর সাহা।
জানা যায়, আওয়ামী পরিবারের সন্তান সুব্রত কুমার সিংহ মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের প্রয়াত দূর্গাপদ সিংহের পুত্র। গত বছরের ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগীতায় কুষ্টিয়া দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে কুষ্টিয়া সদর সাব-রেজিষ্ট্রি অফিসে অভিযান চালানো হয়। এদিন ১ লক্ষ ৪ হাজার ৪’শ ঘুষের টাকাসহ হাত-নাতে আটক করা হয় সাব-রেজিষ্ট্রার সুব্রতসহ তার এক অফিস সহকারীকে। এক পর্যায় তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আর এমন সংবাদ ছড়িয়ে পড়লে মণিরামপুরে ব্যাপক তোল-পাড়ের পাশাপাশি বেরিয়ে আসতে থাকে সাব-রেজিষ্ট্রার সুব্রত সিংহ চাকুরীর টাকা দিয়ে নামে-বেনামে অঢেল সম্পত্তিসহ কোটি-কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনা। মণিরামপুর পৌর শহরের ভগবান পাড়ায় তার আলিশান বাড়ি, ঢাকুরিয়া রোডে শীর্ষ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং মৎস্য ঘেরের ছবিসহ দৈনিক সময়ের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়। এক পর্যায় তার ভাই দেবাশীষ বাদলসহ যুব ও ছাত্রলীগের নামধারী ক্যাডাররা আটক সুব্রত সিংহের ব্যাপারে যেন কারোর কাছে মুখ না খোলে সে মোতাবেক টার্গেট অনুযায়ী এলাকার প্রতিবাদী ব্যক্তিদের হুমকী-মারধর করতে থাকে। এরই অংশ হিসেবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের পত্রিকায় আর না লেখার জন্য ম্যানেজ করার চেষ্টা চালানো হয়। অবশেষে সব মিশন বাদ দিয়ে তাকে জামিন করানোর জন্য অঢেল অর্থ নিয়ে তার ভাই বাদলসহ একটি মহল দৌঁড়ঝাপ শুরু করে কুষ্টিয়ায়। এক পর্যায় এক মাসের মাথায় জামিনে মুক্ত হয়ে এলাকায় আসেন সুব্রত সিংহ। এরপর তার পোষা চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় অপপ্রচার চালাতে থাকে দুদকের হাতে আটক হয়েছিল তাতে কি হয়েছে, তার চাকুরীতে নাকি প্রমোশন দিয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষ। অবশেষে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার সাব-রেজিষ্ট্রার সুব্রত সিংহকে গত মাসের ১৮ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত করেন।

কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com