নিজস্ব প্রতিবেদক: ২৭ এপ্রিল-২০২০,সোমবার।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে যমুনা নদীর ভাঙ্গন কবলিত চরাঞ্চলে কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের মানুষের গ্রামের দুগম চরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডে পরিচালক এ.এম নাঈমুর রহমান দূর্জয় ।
ত্রাণ বিতরণ কালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় বলেন,সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দরিদ্রদের বাড়িতে ত্রান সামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। ত্রান পৌঁছে দেয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সাধারন মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়ার দরকার নেই এবং সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান ।কর্মহীন হয়ে পড়া এসকল লোকজনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।
তিনি ত্রাণ বিতরণের সময় উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।
২৭ এপ্রিল সোমবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর দুগম চরাঞ্চলের বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের 504টি দিনমজুর, নিম্ন আয়ের পবিরবারের মানুষের মাঝে গ্রামে গিয়ে তাদের প্রত্যেকের মধ্যে ১০ কেজি চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা মোস্তারী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আখিনুল ইসলাম চৌধুরী,বাচামারা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল লতিফ,বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম খান মনি,সেচ্ছা সেবক লীগ নেতা এনামুল ইসলাম সাকিব, জেলা ছাত্ত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আতোয়ার রহমান, সহ-সভাপতি বাবু মোল্যা প্রমূখ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি