মাহমুদুল হাসান,চৌহালী(সিরাজগঞ্জ) :২০ ফেব্রুয়ারী,বুধবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ইজিবাইক উল্টে গিয়ে ৬ জন যাত্রীসহ এসএসসি পরীক্ষার্থীরা আহত হয়েছে। গতকাল বুধবার সকালে রিজাভ ইজিবাইক রেহাইপুকুরিয়া থেকে উপজেলায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বেবীষ্ট্যানের পাশে বাদশার মোড়ে ইজিবাইক উল্টে গিয়ে ৬/৭ জন যাত্রী আহত হয়। ওই গাড়িতে এসএসসি পরীক্ষার্থীসহ ৯জন যাত্রী ছিল বলে জানা গেছে। আহতরা হলেন, উপজেলার আর পি এন উচচ বিদ্যারয়ের শিক্ষার্থী মোঃ অপু সরকার, জনতা উচ্চ বিদ্যালযের মোঃ জুযেল রানা, ওমর ফারুক, উজ্জল আহত হয়। ঘটনাস্থল থেকে পথচারিরা আহতদের উদ্ধার করে চৌহালী হাসপাতালে নেয়ার পর কর্মরত ডাক্তারা চিকিৎসা দেন। হাসপাতালে কর্মরত ডাঃ আঃ আজিজ জানান, আজ সকাল ৯.৩০টার সময় আহত শিক্ষার্থীদের হাসপাতালের জরুরী বিভাগে দ্রুত চিকিৎসা দিয়ে তাদের পরিক্ষা কেন্দ্রে পাঠান হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। দুর্ঘটনার সংবাদ দ্রুত এলাকায় ছড়িয়ে পরলে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তালিব ও চৌহালী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম,ওসি তদন্ত হাসিবুল্রাহ হাসিব হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নেন । পরে আদর্শ উচ্চ বিদ্যালয় ও খাষকাউলিয়া বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের সাথে কথা বলেন, স্ব-স্ব কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের অসুস্থ পরিক্ষার্থীদের খোজ খবর রাখার পরামর্শ দেন। এসময় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু নজির মিয়া,খাষকাউলিয়া বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রহমান, আর,পি,এন শহীদ শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মিটুয়ানী বিসিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেন অপস্থিত ছিলেন। আহত উজ্জল বলেন, পরিক্ষার্থী চালক হিসেবে গাড়ির ডাইভিং করছিলেন, চালক ছিলেন বসা।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি