চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ ১৪ এপ্রিল-২০১৯,রবিবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ খাষকাউলিয়া জনতা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে ৫ কেজি গাজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ। শনিবার (১৩এপ্রিল) রাতে চৌহালী থানার অদুরে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে(যমুনা নদীর পাড়) দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের মৃত আওয়াল মোল্লার ছেলে স্বপন মোল্লা (৩৭) ও মোঃ সবুজ মোল্লা (৩২) কে ৫ কেজি গাজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকার উপরে। চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সততা স্বীকার করে বলেন গত রাত আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত্র হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে ঝটিকা অভিযান চালিয়ে ২ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এস আই মোক্তার হোসেন, এ এস আই খাদেমুল সহ থানা পুলিশের সদস্য বৃন্দ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি