চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ২৭ জুলাই,২০১৯,শনিবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে যমুনার ভাঙ্গন কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসি ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল দিনব্যাপি চৌহালী উপজেলা ব্র্যাকের আয়োজনে উপজেলার উমারপুর ইউপির হাটাইল ও আরকান্দি গ্রামে পানি বন্দি নারী প্রধান, প্রতিবন্ধি, বিধবা, বয়স্ক,অতিদরিদ্র,গর্ভবর্তী ও কিশোর-কিশোরী পরিবারের মধ্যে ১ কেজি চাউল,১কেজি ডাইল,১কেজি লবন,১কেজি তৈল, কেজি চিনি,ন্যাট বক্্র ১, ১কেজি সুজি, স্যালাইন ও নগদ টাকা ৫’শ করে বিতরণ করা হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ রইসউদ্দিন, টাঙ্গাইল-১ আঞলিক ব্যবস্থাপক দাবি শারমিন আক্তার, ব্র্যাক চৌহালী এলাকা ব্যবস্থাপক দাবি মোঃ রকনউজ্জামান, ঘোরজান চর শাখা ব্যবস্থাপক সারোয়ার হোসেন, শাখা ব্যবস্থাপক দাবি সাইজুজামান মোল্লা, চৌহালী ব্র্যাক শাখা হিসাব রক্ষন কর্মকর্তা সানোয়ার হোসেন, কর্মসূচি সংগঠক শাহবুদ্দিন চৌহালী প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচি ব্র্যাকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।