চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ২১ জুলাই-২০১৯,মঙ্গলবার।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে যমুনার ভাঙ্গন কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসি ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে চৌহালী উপজেলার খাষপুখুরিয়র ও মিটুয়ানি গ্রামের ২৫০ জন বন্যার্ত পরিবারের মধ্যে ১০ কেজি চাউল বিতরণ করা হয়। এ সময়র্ উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া,জনস্বস্থ্য প্রকৌশলী সদীপ কুমার,খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ মজিদ সরকার,বি এম উচ্চ বিদ্যালয়ের সহ-কারি শিক্ষক আবু দাউদ সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নে ৪’শ পরিবারকে শুকনা খাবার বিতরণ করা হয় ও ৮৩.৩’শ মেঃটন চাউল বিতরণ চলমান রয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি