
মাহমুদুল হাসান ,চৌহালী (সিরাজগঞ্জ) থেকে:২৭ অক্টোবর-২০২২,বৃহস্পতিবার।
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু,” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকালে চৌহালী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি চৌহালী শাখার আয়োজনে ব্রাকের সহযোগিতায় চৌহালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকারের পরিচিলনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, সুম্ভূদিয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাহহার সিদ্দিকী, কাষকাউলিয়া কেআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফি উদ্দিন আহমেদ, আরপিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মহিলা ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মোঃ রমজান আলী, মিটুয়ানি হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম মস্তফা, মোজাম্মেল হকসহ উপজেলার বিভিন্ন কলেজ,কারিগরি, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই শতাধিক সহকারী শিক্ষক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তাগণ শিক্ষকদের বাড়ি ভাড়া, চরভাতা, উৎসব ভাতা সহ সকল ভাতা প্রদানের দাবি করেন এবং মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান ৷