মাহমুদুল হাসান,চৌহালী(সিরাজগঞ্জ)০৩ আগস্ট-২০১৯,শনিবার।
২০১৯-২০ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ইদ-উল আজাহা উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যার্ত পরিবারের মধ্যে ভিজ্এিফ চাউল বিতরণ করা হয়েছে।
বেলকুচি-চৌহালী আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজ্এিফ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন।
গতকাল শনিবার সকালে উপজেলার খাষপুখুরিয়া, খাষকাউলিয়া ও উমারপুর ইউনিয়নের পৃথক পৃথক ভাবে বন্যাক্রান্ত ও অন্যান্য দুর্যোগক্রান্ত দুঃস্থ অতিদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি আলহাজ মোঃ হযরত আলী মাষ্টার, খাষপুখুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ সরকার,ট্যাক অফিসার মোঃ গিয়াস উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, ,খাষকাউলিয়া ইউপি চেযারম্যান শহিদুর রহমান শহিদ,উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসানসহ সকল সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথি আলহাজ আব্দুল মমিন মন্ডল বলেন, আসন্ন ইদ-উল আজাহা উপলক্ষে সরকার উপজেলার খাষপুখুরিয়া, খাষকাউলিয়া ও উমারপুর বন্যার্ত ৪ হাজার ১’শ ৬ জন পরিবারের মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। আগামী কাল অন্যান্য ইউনিয়নে ভি জি এফ চাউল বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী বানভাসি মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাহআল্লাহ। কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি