চৌহালী প্রতিনিধিঃ০৩ ফেরুয়ারী,রবিবার ।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে গতকাল শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চৌহালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, যুগ্ন সম্পাদক মির্জা শহিদুল ইসলামসহ কমিটির সকল সদস্যকে কোটপিন পরিয়ে বরণ করে নেন জেলা প্রেসক্লাব সভাপতি মোঃ হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক ফেরদৌস রবিনসহ সাংবাদিকরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা.হাবিবে মিল্লাত মুন্না এমপি,বিশেষ অতিথি বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু জাফর সুর্য ও প্রশাসনের নেতৃবৃন্দ। সিরাজগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সাংবাদিক বান্দব সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে জোষ্ঠ সাংবাদিক সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, রফিকুল আলম খান, এ্যাডঃ হেদায়েতুল ইসলামকে সংবর্ধিত করা হয়। অতিথিরা এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং মফস্ফলের সাংবাদিকতার বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি