মাহমুদুল হাসান,চৌহালী ( সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ২৩ এপ্রিল-২০১৯,মঙ্গলবার।
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়েজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল কাদের’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, মৎস অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ তুলে ধরেন এবং পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন। আজ ২৩ এপ্রিল থেকে পুষ্টি সপ্তাহ চলবে আগামী ২৯ এপ্রিল ২০১৯ পর্যন্ত।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি