নিজস্ব প্রতিবেদক :২৮ জুলাই ২০১৯,রবিবার।
জেলা পরিষদ চেয়ারম্যানদের উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।
রোববার (২৮ জুলাই) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অডিটোরিয়ামে জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, স্থানীয় সরকারই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে। স্থানীয় সরকার শক্তিশালী করার অর্থ হলো জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া। কাজেই সেবা প্রার্থীরা যাতে কাঙ্ক্ষিত সেবা সহজে পেতে পারে সে ব্যবস্থা নিতে হবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যানরা ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যানরা তাদের পদমর্যাদা পুননির্ধারনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।