জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা :২১ সেপ্টেম্বর-২০২২,বুধবার।
আজাদ মালিথার সম্পাদনায় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল প্রত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদযাপন। গতকাল দামুড়হুদা উপজেলার লোকনাথপুর বুলবুল সঙ্গীত একাডেমিতে রাত ৮টার দিকে ১৬টি মোমবাতি জ্বালিয়ে কেক কাটার মধ্যদিয়ে দৈনিক পশ্চিমাঞ্চল প্রত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ২১শে সেপ্টেম্বর ২০০৭ সালে রোজ শুক্রবার দিনে মা মাটি ও মানুষের মুখপত্র দৈনিক পশ্চিমাঞ্চলের সূচনা হয়।অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে আসতে সক্ষম হয়েছে। ১৬ বছর পূর্ণ এই দিনে আমাদের সাথে পথ চলার জন্য সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানায় উষ্ণ শুভেচ্ছা। সত্য সংবাদ প্রকাশে দৈনিক পশ্চিমাঞ্চল কারো তাবেদার নয়। দৈনিক পশ্চিমাঞ্চল প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি আরিফুল ইসলাম মিলনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ। এসময় তিনি বলেন সাংবাদিক হলো রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ, জাতির আয়না। সামাজিক অবক্ষয়, সম্ভাবনা, সবকিছুই আমাদের সামনে তুলে ধরেন সাংবাদিক। পুলিশ এবং সাংবাদিক একসাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউপি সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলী, শাহজামাল, জাহাঙ্গীর আলম টিক্কা। এসময় আরও উপস্থিত ছিলেন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সিঃ সহ-সভাপতি রাসেল শাহ। দৈনিক পশ্চিমাঞ্চলের দর্শনা প্রতিনিধি চঞ্চল মাহমুদ, কার্পাসডাঙ্গা প্রতিনিধি মেহেদী হাসান মিলন, হাউলী প্রতিনিধি লিপন। দৈনিক মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধি মিরাজুল ইসলাম মিরাজ, দৈনিক সময়ের সমীকরণ প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি মোজাম্মেল শিশির। মেহেরপুর প্রতিদিন প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি রকিবুল হাসান তোতা ও দর্শনা প্রতিনিধি মামুনুর রহমান মামুন। দৈনিক সকালের সময় প্রত্রিকার দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক। দৈনিক এই আমারদেশের দর্শনা প্রতিনিধি আসহাবুল আলম।কেককাটা অনুষ্ঠানের পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে নৈশভোজের মধ্যেদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের জয়রামপুর প্রতিনিধি আনারুল ইসলাম।