শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥১১ ফেরুয়ারী-২০২০,মঙ্গলবার।
নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে স্বামী স্ত্রী। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজার সংলগ্ন একটি ভাড়াবাসা থেকে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ী জেলা শহরের সওদাগড় পাড়ার ইউনুছ হকের ছেলে সিরাজ (৩৩) ও তার স্ত্রী সাহিদা বেগম (২৮)।
এলাকাবাসী জানায়, এই দম্পক্তি দীর্ঘ এক বছর ধরে টেঙ্গনমারী বাজার সংলগ্ন দুলালের বাড়ী ভাড়া নিয়ে বসবাস করছিল। তারা গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। ফলে এলাকার উঠতি বয়সের তরুন যুবকরা সেখান থেকে মাদক ক্রয় করে নেশায় আসক্ত হয়ে পড়ে।
এলাকাবাসী নিষেধ করা সত্বেও তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ফলে গোপনে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের ৩৮৪ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দম্পক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা দায়ের করে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।