Logo
ব্রেকিং :
গনতন্ত্রকে হত্যা করছে সরকার– – আমীর খসরু মাহমুদ চৌধুরী আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে— ডিসি মাহবুবুর রহমান বিএনপি নির্বাচনে না এলেও ভোট বর্জন করা যাবে না —– এম,পি হাফিজ উদ্দীন  নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ঘিওর সম্প্রীতি সমাবেশ ও শারদীয় দুর্গোৎসরে মতবিনিময় সভা ঘিওর -হিজুলিয়া- ভররা সড়কের বেহাল অবস্থা ১৬ গ্রামবাসীর হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন দৌলতপুরে সম্প্রীতি সমাবেশ ও দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৈয়দপুর উপজেলা পরিষদের সংবর্ধনা

রিপোর্টার / ৭৮ বার
আপডেট বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:২৭ অক্টোবর-২০২২,বৃহস্পতিবার।

সদ্য অনুষ্ঠিত নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে বিজয়ীদের সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার রাতে পৌর কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) এর জাতীয় সংসদ সদস্য ও সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
অনুষ্ঠানে সংবর্ধিত হন নব নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক, সংরক্ষিত নারী সদস্য (ওয়ার্ড নং ৪, ৫ ও ৬) সাংবাদিক ইসরাত জাহান পল্লবী ও সৈয়দপুর উপজেলা থেকে নির্বাচিত সদস্য মিজানুর রহমান লিটন।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোখছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীদ মাহমুদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার ও সানজিদা বেগম লাকী, পৌরসভার  ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ এবং রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গণ্যমান্য ব্যক্তি ও এনজিও প্রতিনিধিরা।
প্রধান অতিথি আসাদুজ্জামান নুর এমপি জেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে উন্নত সমৃদ্ধ নীলফামারী জেলা গড়তে সর্বাত্মক আন্তরিকতা প্রত্যাশা করেন। তিনি সকলকে সরকারী বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে জেলাবাসীর জীবনমান উন্নয়নে নিবেদিত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সার্বিক দিক দিয়ে সারাদেশ সমভাবে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সেইসাথে স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে আওয়ামীলীগ নেতৃবৃন্দকে নির্বাচিত করে জনসেবার সুযোগ দিতে হবে। তাহলে সরকারের সহায়তা সঠিকভাবে কাজে লাগবে।
সৈয়দপুর উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে অধিকাংশ জনপ্রতিনিধি  আওয়ামীলীগের প্রার্থীদের নির্বাচিত করায় সৈয়দপুরবাসীকে ধন্যবাদ জানান। একইভাবে জেলা পরিষদেও আওয়ামীলীগ নেতৃবৃন্দকে দায়িত্ব পালনে নির্বাচিত করায় চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলরদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com