মুক্তার হাসান,টাঙ্গাইল থেকে ঃ১৮ অক্টোবর-২০২২,মঙ্গলবার।
টাঙ্গাইলের দেলদুয়ারে জেলা পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মো. মোশারফ হোসেন নির্বাচিত হয়েয়েছেন। উপজেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন মোর্শেদ ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকের সমর্থিত প্রার্থী। স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটুর সমর্থিত প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, এমপি’র বাসার কেয়ারটেকার এস. প্রতাপ মুকুল। মোশারফ হোসেন মোর্শেদ তালা প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী এমপি’র প্রার্থী এস. প্রতাপ মুকুল টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৪৪ ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকাল ৯টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। উপজেলার ৮টি ইউনিয়নের ১০৭ জন ভোটারের মধ্যে ১০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন রিজভি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন তাকে সার্বিক সহযোগীতা দেন। শুরু থেকেই উপজেলার এই নির্বাচনটি ছিল নাটকিয়তায় ভরা। উপজেলা আওয়ামীলীগের দুই প্রার্থীকে এমপি ও উপজেলা সাধারণ সম্পাদক দুই জনে সমর্থন দেয়ায় জয় পরাজয় ছিলো উভয় নেতার প্রেসটিজ ইস্যু। এস প্রতাপ মুকুলকে বিজয়ী করতে এমপি আহসানুল ইসলাম টিটু উপজেলা সভাপতি মো. ফজলুল হক, যুবলীগ আহবায়ক এস.এম এহসানুল হক সুমন, ছাত্রলীগ সভাপতি মাসুদ রানাকে সঙ্গে নিয়ে ৮টি ইউনিয়নে নির্বাচণী জরুরী সভা করে চেয়ারম্যান মেম্বারদের প্রত্যেককে ১ লাখ টাকার টিআর প্রকল্পের প্রলোভন দেখান। প্রতিদ্বন্দী সাধারণ সম্পাদকের প্রার্থী মো. মোশারফ হোসেন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি বরাবর এমপি’র বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। দেশের প্রথম সারীর সংবাদপত্র প্রথম আলো ও দৈনিক কালের কন্ঠ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ভোটাররা এমপি’র লাখ টাকার প্রলোভন প্রত্যাখ্যান করে স্বতস্ফুর্থ ভাবে সাধারণ সম্পাদকের প্রার্থী মো. মোশারফ হোসেন মোর্শেদকে বিজয়ী করেন। বিজয়ী প্রার্থী মো. মোশারফ হোসেন মোর্শেদ বলেন, শুরু থেকেই এমপি তার পছন্দের প্রার্থী এস প্রতাপ মুকুলকে বিজয়ী করতে ভোটারদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রভাব বিস্তার করেন এবং স্বাভাবিক নির্বাচনে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। তিনি ৮টি ইউনিয়ন পরিষদে গিয়ে সৌজন্য স্বাক্ষাতের নামে মেম্বার চেয়ারম্যানদের সমাবেত করেন। সেখানে ভোটারদের সাথে মতবিনিময় কালে টিআর প্রকল্পের ১ লাখা টাকা করে দেয়ার প্রলোভন দেখান। তিনি এও বলেন ভোট কাকে দিলেন তা আমি সিসি টিভির মাধ্যমে ঢাকায় বসে দেখবো। ভোটের আগের রাতে ভোটারদের একটি বৃহৎ অংশ এমপি’র বাসা নাগরপুরে এবং পাটুরিয়া ঘাট পাড়ে সারা রাত্রি আটকে রাখেন। এমন ঘটনা না হলে ভোটের ব্যবধান আরও বাড়তো। এত বাধার মুখেও দেলদুয়ার উপজেলার প্রতিটি ভোটারের ভালোবাসায় আমি সিক্ত। সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবো। এ ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক বলেন জেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত একটি নির্বাচন। এ নির্বাচনে রাজনৈতিক দলের দলীয় প্রার্থী থাকার কথা নয়। এমপি একজন প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। যা কাম্য নয়। আমরা চেয়েছিলাম এমপি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন। দেলদুয়ার উপজেলার ভোটাররা যোগ্য ও মেধাসম্পন্ন প্রার্থীকে বেছে নিয়েছেন। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।