Logo
ব্রেকিং :
নেত্রকোনায় জাতীয় মহিলা সংস্থার কর্মশালা অনুষ্ঠিত সিংগাইরে ডাকাতির মালামাল ও অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার মানিকগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন আব্দুস সালাম কেন্দুয়ায় অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল নেত্রকোনা-৪ আসনে আ’লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল দৌলতদিয়ায়  নারী ও শিশুদের সুরক্ষা ও ক্ষমতায়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  সহিংসতা ছেড়ে আশাকরি বিএনপিও নির্বাচনে আসবে— স্বাস্থ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেন উল্লাসে আসছে নাগরপুর   মানিকগঞ্জ-১আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র নিলেন এস.এম জাহিদ নেত্রকোনায় বিএনপির আন্দোলনে সক্রিয় রোটারিয়ান নাজমুল হাসান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

জ্বালানী তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সৈয়দপুরে জাপা’র বিক্ষোভ

রিপোর্টার / ৫৩ বার
আপডেট বুধবার, ১০ আগস্ট, ২০২২

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:১০ আগস্ট-২০২২,বুধবার।
জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি। বুধবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় পার্টির উপজেলা কার্যালয় থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক যুগ্ম সম্পাদক ফয়সাল দিদার দিপু, সৈয়দপুর পৌর কমিটির সদস্য সদস্য সচিব রাকিব খান, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, জেলা যুব সংহতির সভাপতি রওশন মাহানামা, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা আহ্বায়ক শফিউল আলম সুজন প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌর জাপা’র যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম লাকী বসুনিয়া, শামসুদ্দীন অরুণ, সাখাওয়াত হোসেন শওকত, জাতীয় শ্রমিক পার্টি পৌর আহ্বায়ক মো. মনসুর আলী, যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, জাপা’র কামারপুকুর ইউনিয়ন আহ্বায়ক নুরে আলম ভরসা প্রমুখ।
বক্তারা বলেন, রাতের আধারে হঠাৎ করে সকল জ্বালানী তেলের মূল্য শতকরা ৫১ ভাগ বৃদ্ধি করাটা অত্যন্ত অমানবিক ও অস্বাভাবিক। এমনিতে নিত্যপণ্যের উর্ধমূল্যের কারণে জনগণের নাভিশ্বাস অবস্থা। মানুষ ঠিকমত খেয়ে পড়ে বাঁচতে পারছেনা। গ্যাস, বিদ্যুতের দাম বাড়ায় এবং লোডশেডিংয়ে অতিষ্ঠ। সেই মূহুর্ততে এভাবে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো কোনভাবেই মেনে যায়না। এটা খুবই অবিবেচক সিদ্ধান্ত। বিশেষ করে যখন সারাবিশ্বে দাম কমেছে।
তারা আরও বলেন, তেলের মূল্যবৃদ্ধির ফলে সবকিছুর দাম আবারও বাড়বে। এতে জীবনযাপন অত্যন্ত কষ্টদায়ক ও অসহনীয় পর্যায়ে পৌছাবে। কিন্তু কেন এই দূর্ভোগে ফেলা হচ্ছে দেশবাসীকে। লুটপাট করে অর্থপাচারের মাধ্যমে নিজেদের আখের গোছানোর জন্যই এই জনবিরোধী অবস্থান সরকারের। জাতীয় পার্টি এমন আচরণে ক্ষুদ্ধ। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। তাই মানুষের অসুবিধা সৃষ্টি করে এধরনের কর্মকাণ্ডকে কোনভাবেই সমর্থন করতে পারিনা।
অনতিবিলম্বে তেলসহ সব দ্রব্যসামগ্রীর দাম কমানোর দাবী জানিয়ে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, জাতীয়পার্টির কারণেই আওয়ামীলীগ সরকার গঠন করতে পেরেছে। আশা ছিল বঙ্গবন্ধুর আদর্শের এই দলটি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন সাধন করবে। কিন্তু তারা আজ পাচাটার দলে পরিণত হয়েছে এবং লুটের রাজত্ব কায়েম করেছে। এভাবে দূর্নীতি অনিয়ম অব্যাহত রাখলে জাপা এককভাবে ৩শ’ আসনে প্রার্থী দিবে আগামী নির্বাচনে।
তারা আরও বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি। সাধারণ জীবন যাপনে সন্তুষ্ট। সিঙ্গাপুর বা শ্রীলংকা হতে চাইনা। সবুজ শ্যামল বাংলায় স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই। তাই প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত দাম কমানোর পদক্ষেপ নিন। নয়তো ক্ষমতা ছেড়ে দেন। তা না হলে জাপা’র নেতৃত্বে বৃহত্তর ঐক্য গড়ে আন্দোলনের মাধ্যমে পদচ্যুত করা হবে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com