Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

করোনার দিনগুলোতে

রিপোর্টার / ২০ বার
আপডেট বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

এম, শহিদুল ইসলাম

থমকে গেছে পৃথিবী আজ
সব মানুষের জীবন-
করোনার ভয় নিয়ে এখন,
মানুষ ভাবছে যে সারাক্ষণ।
অফিস, আদালত, শিক্ষা-প্রতিষ্ঠান
কিংবা নাটক, সিনেমা পাড়া-
সকল কিছুই বন্ধ এখন
কারণ, শুধুই ভাইরাস করোনা।
ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশ
এশিয়া মহাদেশেও আছেন যারা-
ধনী-গরীব সবাই এখন
ভাইরাস করোনায় দিশেহারা।
সোহরাওয়ার্দী, রমনা, শিল্পকলার নাট্যশালা
টিএসসি কিংবা মধুর ক্যান্টিন-
ভাইরাস করোনার দিনগুলোতে
সবই তো এখন জনমানবহীন।
মসজিদ, মন্দির, গীর্জা সহ-
আছে, যত ধর্মীয় উপাসনালয়-
এসব পবিত্র স্হানে যেতেও
মানুষ, পাচ্ছে এখন ভয়।
গ্রাম-গন্জ্ঞ, আর ছোট-বড় টাউন-
করোনার ভয়ে, চলছে যে লকডাউন।
মমতাজের বিরহের বুক ফাটা গান-
করোনার প্রভাবে তার হলো পরিবর্তন।
করোনা প্রতিরোধে কি, কি করতে হবে-
গানে গানে আপায় এখন সেই কথা জবে।
সরকার, বিরোধি দল, শত্রু-মিত্র পক্ষ-
সবাই মিলে করোনার সাথে করছে যে যুদ্ধ।
প্রয়োজনে কিংবা টাকার নেসায়-
পরিবার, বন্ধ-সজ্বনকে দেয়নি যে সময়,
সেও এখন দিনে-রাতে-
নিজ গৃহের মাঝেই থেকে-
চেনা-জানা সব মানুষের নিচ্ছে সে খবর
যখন যেমন তার, মনে পড়ছে যাকে।
সর্বদা পয়-পরিষ্কার থাকতে
যে, ফিল করতো বরিং-
করোনার দিনগুলোতে সে করছে
এখন, পরিষ্কারের মডেলিং।
এফ,বির ওয়ালেতে দেখছি এখন রোজ-
রোমান্স নয়, দিচ্ছে সবাই শিক্ষনীয় পোষ্ট।
সবার মাঝে সব জায়গাতেই
পরিবর্তন, এখন বেশ লক্ষনীয়-
জানছে সবাই বুঝছে এখন
বেচেঁ থাকতে জীবনে কি, কি করণীয়।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com