মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ ০৬ মে-২০২০,বুধবার।
করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে অসহায় দিন মুজুরের পরিবার। বার বার পরিবর্তন হচ্ছে ছুটির মেয়াদ, ফলে বন্ধ হয়ে গেছে টাঙ্গাইলের হত-দরিদ্রদের উপার্জন। ছেলে-মেয়েদের নিয়ে কোন রকম কষ্ট করেই চলছে তাদের অভাবের সংসার। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঐ সকল পরিবারের পাশে দাড়িয়েছে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সামাজিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার কোরটিয়া ইউনিয়নের খানপাড়ায় দু’শতাধীক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে উপহার সামগ্রী। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল ও পিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, বিএনপি নেতা হামিদ তালুকদার, জেলা ছাত্রদল সভাপতি সালেহ মোহাম্মদ সাফী ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমন, ছাত্রদল নেতা আতিকুর রহমান সোহাগ, জেলা ছাত্রদল ক্রীড়া সম্পাদক রাশেদ খান সোহাগ, থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মীর নাইম ও মীর সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।