মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:২৮ আগস্ট-২০২২,রবিবার।
টাঙ্গাইলের কালিহাতীতে দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলা ও গাড়ী ভাংচুরের অভিযোগ করেছে উপজেলা বিএনপি। ২৮ আগস্ট সকালে প্রথম দফা আমলা হয় উপজেলা বিএনপি কার্যালয়ে পরে মিছিল ও সমাবেশের স্থান পরিবর্তন করে উপজেলার চারান বাজারে মিছিল ও সমাবেশ চলাকালে ওই সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বেলা ১টার দিকে চারান বাজারে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে এ ঘটনা ঘটে। টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.ফরহাদ ইকবাল বলেন, শান্তি পূর্ণ ভাবে তাদের সমাবেশে আলোচনা সভা চলছিলো। হঠাৎ করে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ হামলা করে সমাবেশ স্থলে। এতে বিএনপির উপজেলা আহŸায়ক মজনু মিয়াসহ বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে ও ১৭ টি মোটর সাইকেল, ৬টি পিকআপ ও ৪ টি বাস গাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ করা হয় বিএনপি ‘র পক্ষ থেকে। কালিহাতী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানায়, ছাত্রলীগ রাস্তার উপর মিছিল করতেছিলো ওই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে দু পক্ষের সংঘর্ষ হয়। এসময় দু’পক্ষের লোকজন ৪টি গাড়ি ভাঙ্গচুর করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান শাহিন, ফরহাদ ইকবাল প্রমূখ।