মুক্তার হাসান ,টাঙ্গাইল প্রতিনিধি:০৩ নভেম্বর-২০২২,বৃহস্পতিবার।
টাঙ্গাইলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের অর্থায়নে ফিউচার মেকার্স বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চরপাড়া বরুহা গ্রামে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। ফিউচার মেকার্স প্রকল্পের উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুজায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য রেশমা আক্তার, নাসরিন আক্তার, মো. হাসান আলী, মো. শাহাদত হোসেন ও মো. মনিরুল ইসলাম প্রমুখ। টাঙ্গাইল ডিপিওডি’র সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধানে ও সঞ্চালনায় ছিলেন পরিচালক মো. শহীদুল ইসলাম। সাইটসেভার্স বংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার উৎপল মল্লিক ও ফিউচারমেকার্স প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাসুদ রানা। এছাড়াও বিবিডিএন’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার শার্লিন আক্তার।
উৎপল মল্লিক বলেন, এই প্রল্পটি দক্ষতা প্রশিক্ষণ, কর্মজীবন নির্দেশিকা এবং চাকরির নিয়োগের মাধ্যমে শ্রম বাজারে প্রতিবন্ধী যুবকদের প্রবেশ করতে সহায়তা করবে। সাইট সেভার্স এবং বিবিডিএন গত জুলাই থেকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল এই তিনটি জেলায় ১৮ মাস ব্যাপী প্রকল্পটি বাস্তবায়ন করছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ফিউচার মেকার্সের অধীনে এই প্রকল্প ৭২০ জন প্রতিবন্ধী নারী ও পুরুষকে নতুন দক্ষতা শিখতে এবং তাদের বাড়ি থেকে স্থানান্তর করার প্রয়োজন ছাড়াই একটি চাকরি বা তাদের নিজস্ব উদ্যোগ শুরু করার সম্ভাবনা উন্নত করতে সহায়তা করবে। প্রতিবন্ধিদের সহায়তায় সবার সম্মিলিত ভাবে কাজ করা উচিৎ। এছাড়াও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় অভিভাবক ও প্রতিবন্ধী ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।