মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ২৭ এপিল-২০২২
টাঙ্গাইলে মানবতা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি একটি অরাজনৈতিক, অলাভজন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ছিলিমপুর আর.এম.জি যুব সংঘের খেলার মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক কালের কাগজ ও দৈনিক যুগধারা পত্রিকার চীফ রিপোর্টার মোঃ মুক্তার হাসান, মানবতা ফাউন্ডেশন এর উপদেষ্টা নুর কুতুবুল আলম পলাশ, রাশেদ সরকার, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ আহম্মেদ সবুজ, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল আর,এম,জি যুবসংঘের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক মানিক মিয়া, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাজা, রেজাউল করিম বাবু, এছাড়াও উপস্থিত ছিলেন সন্মানিত সদস্য আবুবকর সিদ্দিকী রনি, ফাজলে রাব্বি রঞ্জু, আঃ রউফ, নারায়ন চন্দ্র, সোলায়মান, রনি, সুমন, রকি, শাহীনুর, হাবিবুর, ফারদিন সাকিব, শাহেদ, হাসিব বারী, নাফিস বারী, ইমন, সাকিব, আনছার, সজিব, হৃদয়, ইফাত, আজিজুল’সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী রক্ত যোদ্ধারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান সংগঠনটি যিনি তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করছেন জনাব সাখাওয়াত অপু। এসময় অপু তার সংগঠনের উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম, সালমা নিগার, সোয়েব মাহমুদ চারু, রোকসানা মল্লিক, ইমরান ও তপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।